হৃদয় নামের অর্থ কি

আপনি যদি হৃদয় নামের অর্থ কি জানার জন্য খুঁজে থাকেন তাহলে এই পোস্টটি ই আপনার জন্য যথেষ্ট।হৃদয় নামের অথ কি? - হৃদয় নামের ইংরেজি বানান - হৃদয় নামের ইসলামিক অর্থ কি - হৃদয় নামের আরবি অর্থ কি - হৃদয় নামের ছেলেরা কেমন হয় - হৃদয় নামের ইংরেজি বানান - হৃদয় নামের বানান - হৃদয় শব্দের অর্থ কি - Hridoy Namer Ortho Ki?

(১) হৃদয় নামের বাংলা অর্থ কি?

হৃদয় নামের অর্থ হলোঃ  মন, অন্তর, বুকের অভ্যন্তর ভাগ, দয়া, চিত্ত, মহত্ত্ব, বক্ষঃস্থল, অন্তঃকরণ, উদারতা।

(২) হৃদয় নামের ইসলামিক অর্থ কি?

হৃদয় নামটি আমাদের দেশীয় ভাষা থেকে এসেছে বিধায় এর কোন ইসলামিক অর্থ নেই। তবে আপনি যদি আরেকটু ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন অনেকেই বাংলা অর্থ গুলোকে ই ইসলামিক অর্থ বলে চালিয়ে দিচ্ছে।

(৩) হৃদয় কি ইসলামিক নাম?

এই নামটি ইসলামিক নাম নয়, এটি আমাদের দেশীয় ভাষা থেকে এসেছে।

(৪) হৃদয় নামটি কোন লিঙ্গের নাম?

এই নামটি ছেলেদের নাম, শুধুমাত্র ছেলে শিশুর জন্য এ নামটি।

(৫) হৃদয় শব্দের ইংরেজি বানান কি?

এই নামের ইংরেজী বানান হলোঃ Ridoy, Hridoy এই দুটির যেকোনোভাবে লিখতে পারেন। প্রথমটিও সঠিক এবং দ্বিতীয় টিও, সুতরাং যেটি আপনার পছন্দ।

(৬) হৃদয় নামটি কোন ভাষা থেকে এসেছে?

এই নাম বাংলা ভাষা থেকে এসেছে বলে মনে করেন অনেকে।

(৭) হৃদয় নামটি কেন জনপ্রিয় ?

এই নামটি খুবই ছোট হওয়ায় সবার মন কেড়ে নিয়েছে, এবং নামটির মধ্যে কেমন যেনো একটি মায়া মায়া ভাব রয়েছে তাই হয়তো নামটি সবার পছন্দ। এছাড়াও হতে পারে নামটি ৩ অক্ষরেরর মধ্যে সুন্দর একটি অর্থের হওয়ায়।

(৮) হৃদয় - Ridoy শব্দ দিয়ে আরো কিছু নামের তালিকা দিয়ে দিলাম।

হৃদয়  নামের শব্দ দিয়ে আরো ৩০ টির ও বেশী নাম দিয়ে দিলাম, আপনার ছেলে শিশুর জন্য এর যেকোনো ১টি পছন্দ করে রাখতে পারেন।
হৃদয় আহমেদ
হৃদয় মুনতাসির
হৃদয় ইসলাম
মোহাম্মদ হৃদয়
খালিদ হাসান হৃদয়
রাহি হৃদয়
ইরফানুর রহমান হৃদয়
হৃদয় শাফি
হৃদয় হাসান
মোস্তফা হৃদয়
আব্দুল হৃদয়
শাহ আলম হৃদয়
আল হৃদয়
হৃদয় ইকতিদার
হৃদয় মাসাবীহ
হৃদয় ইকবাল খান
হৃদয় মাহতাব
হৃদয় মালিক
জামিরুল ইসলাম হৃদয়
হৃদয় রাহমান
সাইফুল ইসলাম হৃদয়
জিহাদুল ইসলাম হৃদয়
আবদুল্লাহ আল হৃদয়
হৃদয় আহমদ সাগর
হৃদয় হাসান
হৃদয় খান
হৃদয় মাহতাব
হৃদয় সরকার
হৃদয় রাহমান
হৃদয় হোসেন
হৃদয় আহসান

(৯) হৃদয় নামটি খুজতে গিয়ে পিতা মাতা / আত্মীয় স্বজনরা আরো যেসব প্রশ্ন করেঃ

হৃদয় নামের অর্থ কি?
Hridoy namer ortho ki?
Hridoy name meaning in Bengali.
হৃদয় কোন লিঙ্গের নাম?
হৃদয় নামের ইসলামিক অর্থ কী?
হৃদয় নামের আরবি অর্থ কি?
হৃদয় কি ইসলামিক নাম
হৃদয় নামের ইংরেজি বানান কি
হৃদয় নামটি কোন ভাষা থেকে এসেছে?
হিন্দু ছেলে শিশুর জন্য এ নামটি রাখা যাবে?
হৃদয় নামের অর্থ কি বাংলায়?

(১০) এই নামের অর্থ সংক্রান্ত অনুরোধঃ

প্রিয় ইসলামী ভাই ও বোনেরা হৃদয়  নামটি আপনার শিশুর জন্য রাখার ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার পুর্বে আপনার নিকটস্থ মসজিদের হুজুরের সাথে আলোচনা করে জেনে নিন, হৃদয় রাখলে কেমন হবে। মনে রাখবেন শিশুর সুন্দর একটি পজিটিভ অর্থবোধক নাম রাখা সকল পিতামাতার দায়িত্ব ও কর্তব্য, আপনার শিশুর নামটি ভালো অর্থের হলে এই নামে ওকে সারাজীবন ভালোকাজের জন্য চুম্বকের মতো আকর্ষিত করবে। তেমনি খারাপ অর্থ হলে তা ও কিন্তু আকর্ষীত করবে খারাপ পথের দিকে।

#শুধুমাত্র ইন্টারনেটে হৃদয়  নামের অর্থ দেখেই আপনার স্নেহের শিশুটির নাম রাখার ফাইনাল সিদ্ধান্ত নিয়েননা, আমাদের তো ভুল ও হতে পারে। তাই আপনি অবশ্যই ভালো কোনো হুজুরের সাথে আলোচনা করে জেনে নিন হৃদয়  নামটি ইসলামিক নাম কি না? বা এই নামটি কি রাখা যাবে কিনা।

(১১) ইসলামিক শিশুর জন্য এই নাম রাখা যাবে?

আমার ব্যাক্তিগত মতামত হলোঃ আপনার শিশুর জন্য এ নামটি না রাখা। কেননা এ নামটির পজিটিভ ইসলামিক অর্থ নেই বললেই চলে। (নামটি ছোট এবং সুন্দর দেখে পছন্দ হলে রাখতে পারেন)

(১২) হিন্দু বা অন্যান্য ধর্মের শিশুর জন্য হৃদয় নাম রাখা যাবে?

হ্যা যাবে ভাই।

(১৩) হৃদয় নাম দিয়ে বিখ্যাত কোনো ব্যাক্তি আছে?
হৃদয় নাম দিয়ে একজন রয়েছে, তাকে সকলেই চিনেন বা না শুনেছেন হয়তো তিনি হলেন একজন গায়ক হৃদয় খান। যেহেতু শুধুমাত্র একজন রয়েছে তাই আপনি এ নামটি আপনার শিশুর জন্য রাখতে পারেন, সে ও হতে পারে দ্বিতীয় বিখ্যাত ব্যাক্তি।

ad2

ক্রিপ্টোকারেন্সি Dollar Buy Sell করার ট্রাস্টেড প্লাটফর্ম + লাইভ প্রুফ | মাত্র ১ মিনিটে লেনদেন কমপ্লিট 👈


আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে follow বাটনে ক্লিক করুন